ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ধামরাই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) ধামরাই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে প্রদত্ত এ হুইলচেয়ার একজন প্রতিবন্ধীর চলাচলে সহায়তা করার পাশাপাশি তার দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়।
হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সারমিন সুলতানা, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো: হামিদুর রহমানসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা জানান, প্রতিবন্ধীদের জীবনে স্বাবলম্বিতা আনতে এবং সমাজে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন সহায়ক সরঞ্জাম বিতরণ করছে।
এ সময় বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের উন্নয়ন, স্বাবলম্বন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সবসময় কাজ করে যাচ্ছে।
হুইলচেয়ার গ্রহণকারী উপকারভোগী ও তার পরিবার সরকারের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে ওই প্রতিবন্ধীর সুস্থতা ও ভবিষ্যৎ জীবনে উন্নতি কামনা করেন।