রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় সততা ও নৈতিকতার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অফিসার্স ক্লাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ার-উল-কুদ্দুস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খায়রুল আলম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, প্রভাষক মো. সিহাব উদ্দীন শেখ, সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, শিক্ষক শামসুর রহমান, নৃপেন্দ্রনাথ রায়, পলাশ চন্দ্র রায়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আগামী প্রজন্মকে সততা ও সৎ জীবনের চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।