সুবর্ণ নিউজ ডেস্ক
আজ দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে “মাদার অব ডেমোক্রেসি” এবং তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সংগ্রামী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, এবং প্রকৌশলী শরীফুজ্জামান শরীফ।
সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।