সুবর্ণ নিউজ ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ মিরাশী গ্রামের এতিম শিশু আয়াতকে একটি কর্ণার চেয়ার প্রদান করেছে চুনারুঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। এ উদ্যোগকে এলাকাবাসী মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য কর্ণার চেয়ার বিশেষ সহায়ক ভূমিকা রাখে। এই চেয়ার ব্যবহার করলে শিশু সঠিক ভঙ্গিতে বসতে পারে, ফলে তাদের শারীরিক বিকাশ ও থেরাপি কার্যক্রম আরও সহজ হয়। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সাপোর্টিং ডিভাইস শুধু শিশুর দৈনন্দিন জীবনকেই সহজ করে না, বরং তাদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়তা করে।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক সারা দেশে বর্তমানে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্র থেকে নিয়মিতভাবে থেরাপি সেবা, কাউন্সেলিং এবং বিভিন্ন থেরাপিউটিক ডিভাইস সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। কর্ণার চেয়ার, হুইলচেয়ার, স্ট্যান্ডার, ট্রাইসাইকেলসহ নানা সহায়ক উপকরণ প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চুনারুঘাট সেবা কেন্দ্রের কর্মকর্তা জানান, সরকার ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এসব সেবা ও সহায়ক ডিভাইসের মাধ্যমে বিশেষ শিশুদের পরিবারগুলোও অনেকটা স্বস্তি পাচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম আরও প্রসারিত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা তাদের জীবনে নতুন আলো দেখতে পাবে।