সুবর্ণ নিউজ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাটে একটি ছোট চায়ের দোকানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা। দোকানটি পরিচালনা করেন অপূর্ব কুন্ডু ও তার স্ত্রী তপতী রানী কুন্ডু। দুইটি বাল্ব, একটি ফ্যান এবং একটি ফ্রিজ থাকা সত্ত্বেও এত বেশি বিল আসায় তারা দিশেহারা হয়েছেন।
দোকানিরা জানান, নিয়মিত তাদের মাসিক বিল ছিল ২৫০ থেকে ৫০০ টাকা। আগের মাসেও অতিরিক্ত বিল এসেছে ১ হাজার ৮৭৬ টাকা। কিন্তু এ মাসের বিল দেখে পুরো পরিবার বিস্মিত। বিষয়টি জানাজানি হলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা রাতেই বিলটি পুনরায় নিয়ে যান।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বিলিং সহকারীর ভুলের কারণে এমন পরিস্থিতি হয়েছে। উপ-মহা ব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু বলেন, বিল সংশোধন করে দোকানিকে ৩১৬ টাকা প্রদান করা হয়েছে।
দোকানিরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয় তার জন্য সমিতি কর্তৃপক্ষ নজর রাখবে।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে বাগেরহাট সদর উপজেলার একটি চায়ের দোকানে ১৬২ টাকার প্রকৃত বিলের বিপরীতে ১৩ লাখ ৮৭ হাজার ১৯৭ টাকা বিদ্যুৎ বিল বসানো হয়েছিল।।