নিজস্ব প্রতিবেদক, রূপসা (খুলনা):
রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ খান আলমগীর কবিরের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ আগস্ট) বাদ আসর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এসএম খায়রুল আলম লাভলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ভ্রাতা, সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।
স্মরণসভায় বক্তব্য রাখেন—
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র,খুলনা জেলা দলের ফুটবল কোচ মুস্তাকুজ্জামান,টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন,টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক আসাদুজ্জামান,বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী,সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম ও আলতাফ মাহমুদ,সভাটি পরিচালনা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজদিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।