সুবর্ণ নিউজ ডেস্ক
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডা.’ (ডাক্তার) পদবী ব্যবহারের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সম্প্রতি কাউন্সিল থেকে মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র পাঠানো হয়।
কাউন্সিলের চিঠিতে উল্লেখ করা হয়, ১০ আগস্ট ২০২৫ তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়— বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ এবং হাইকোর্টের রায়ের ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডা.’ পদবী ব্যবহার করতে পারবেন না।
এ নির্দেশনার পর দেশের নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়।
আইনের উল্লেখ-পত্রে কাউন্সিল জানায়, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ এর ২(১৩) উপধারা অনুযায়ী, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক মানেই হোমিওপ্যাথিক ডাক্তার। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারাতেও নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডা.’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কাউন্সিলের দাবি-এ অবস্থায়, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনে প্রদত্ত সংজ্ঞার আলোকে নিবন্ধিত চিকিৎসকদের ‘ডা.’ পদবী ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করার অনুরোধ জানিয়েছে কাউন্সিল।