নিজস্ব প্রতিবেদক- সুবর্ণ নিউজ
নি*খোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মর-দেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান একটি লা*শ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মর-দেহ উদ্ধার করে।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নি*খোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লা-শ। শনাক্তের জন্য মরদেহের ছ-বি রমনা থানায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, লা-শের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গ-লায় ঝুলছিল ফিতা-বাঁ-ধা চশমা। মাথায় টাক ও কাচাপাকা চুল থাকায় শ-নাক্তে সুবিধা হয়েছে। মর-দেহটি ময়-নাত-দন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নি-খোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাবা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরিবার সর্বত্র খুঁজেও কোনো খোঁজ পায়নি।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে উ-দ্ধার হওয়া মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শনাক্ত করলে পরবর্তী আই-নি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে তিনি নি-খোঁজ হন বলে তার পরিবার জানায়।