বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গুগল নিয়মিতভাবেই তাদের ফোন অ্যাপে নতুন ফিচার ও আপডেট যোগ করে আসছে। তবে সাম্প্রতিক সংস্করণগুলোতে এসেছে একেবারে আলাদা ধরনের পরিবর্তন, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করেছে আরও আধুনিক ও সহজতর। বিশেষ করে ডায়ালপ্যাড ও ইনকামিং কল স্ক্রিনের রূপান্তর নজর কাড়ছে সবার। এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগলের নতুন ‘ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন।
কী কী নতুনত্ব এসেছে?
🔹 হোম পেজে নতুন বিন্যাস – ফেভারিট ও রিসেন্টস এখন একসঙ্গে ‘হোম’ ট্যাবে। প্রিয় কন্টাক্টগুলো উপরে ক্যারোসেল আকারে দেখা যাবে, আর নিচে কল হিস্টরি কার্ড স্টাইলে প্রদর্শিত হবে।
🔹 ডায়ালপ্যাডের আধুনিক রূপ – ভাসমান কল বাটন সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কীপ্যাড গোলাকার এবং আরও ব্যবহারবান্ধব।
🔹 কন্টাক্ট খোঁজার সহজ পদ্ধতি – আলাদা ট্যাব না রেখে সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনুর মাধ্যমে কন্টাক্ট ও সেটিংস পাওয়া যাবে।
🔹 ইনকামিং কল স্ক্রিনে বাড়তি নিয়ন্ত্রণ – কল ধরতে বা কেটে দিতে এখন সোয়াইপ ছাড়াও এক ট্যাপের অপশন চালু করা যাবে, যা ভুল করে কল রিসিভ বা কেটে যাওয়ার ঝুঁকি কমিয়েছে।
🔹 কল চলাকালীন নতুন ইন্টারফেস – কলের সময় ব্যবহৃত বাটনগুলো বড় আকারের ও চোখে পড়ার মতো। কল কেটে দেওয়ার বাটনও হয়েছে আরও স্পষ্ট।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
অনেকেই পরিবর্তনগুলোকে স্বাগত জানালেও, দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে কিছুটা অসুবিধার কথা জানিয়েছেন। পাশাপাশি, কন্টাক্ট ট্যাব সরাসরি না পেয়ে ড্রয়ারে খুঁজতে হওয়ায় কিছু ব্যবহারকারীর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এছাড়া ডিফল্টভাবে ডার্ক মোড চালু থাকায় অনেকেই হালকা থিমের চাহিদা জানিয়েছেন।
কেন এই পরিবর্তন?
গুগল জানিয়েছে, নতুন ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ১৬ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো ইউজার ইন্টারফেসকে আরও রঙিন, প্রাণবন্ত ও ব্যক্তিগতকৃত করা। একইসঙ্গে কল ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করা।