স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা-কর্মচারী সোসাইটির বহুল প্রত্যাশিত চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত সভা আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভাকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও আশার সঞ্চার হয়েছে।
সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাইল বলেন, “আমাদের চাকরি স্থায়ী করার জন্য যে মিটিং আহ্বান করা হয়েছে, সেটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা আশাবাদী এই সভার মাধ্যমে সেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মনের আশা পূরণ হবে।”
এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোসাইটির সভাপতি ড. মোঃ রেজাউল কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং সহ-সভাপতি আবু হানিফ ব্যাপারী মহোদয়ের প্রতি। তিনি বলেন, “তাঁদের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছাড়া এ ধরনের উদ্যোগ সম্ভব হতো না।”
সভাকে কেন্দ্র করে সোসাইটির সদস্যরা মনে করছেন, চাকরি স্থায়ীকরণ হলে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবাগ্রহণকারীরা আরও বেশি উপকৃত হবেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন। আগামী ৪ সেপ্টেম্বরের সভায় তাদের সেই প্রত্যাশার বাস্তবায়ন হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।