আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা শহর দখলের লক্ষ্যে নতুন আক্রমণ শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ অভিযানে এবং অনাহারের কারণে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নি*হত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গাজার জাবালিয়ায় একটি ভবনে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ ছাড়া দক্ষিণ গাজার ত্রাণ বিতরণকেন্দ্রে খাদ্য সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গু*লি চালানো হলে অন্তত ৩০ জন নি-হত হন। নিহতদের মধ্যে ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শালানও রয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, চলমান সংঘাত ও অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে দুর্ভি*ক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এটি আর শুধু ক্ষুধা নয়, বরং পূর্ণাঙ্গ অনাহার।
গাজার শিশুদের অবস্থাও শোচনীয়। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজা শহরের প্রায় প্রতি তিন শিশুর একজন বর্তমানে অপুষ্টিতে ভুগছে। এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে অন্তত ২৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হা-রিয়েছেন, যাদের মধ্যে ১১২ জন শিশু।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, লাগাতার হামলা ও অবরোধের কারণে গাজায় বেসামরিক মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে।
সূত্র: আল-জাজিরা,ছবি সংগ্রহিত