সুবর্ণ নিউজ ডেস্ক
নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হাম*লার শ’ঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরা*পত্তা বিষয়ক সেমিনারে তিনি বলেন, নির্বাচনের আগে দেশের আর্থিক খাতসহ বিভিন্ন সেক্টরে বড় ধরনের হামলার চেষ্টা হতে পারে। এ অবস্থায় তিনি সাইবার নিরা’পত্তা নিয়ে নতুন করে ভাবতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
এর আগে গত মাসে ব্যাংক ও আর্থিক খাতের ওপর সাই’বার হামলার আশ’ঙ্কায় সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। আইসিটি বিভাগ থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঝুঁ’কিতে থাকতে পারে।
চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ছোট ও মাঝারি ধরনের হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেয়া হয়।
সুত্র-সময়