সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নির্দিষ্ট এলাকার বাইরে চু*রি করে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরি*মানা করেছেন ভ্রাম্য*মাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার গুদাম থেকে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে নসিমনে করে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তিনি। পরে বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান জানান, ডিলাররা তাদের নির্দিষ্ট ইউনিয়ন ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না। এ ঘটনায় বিক্রি হওয়া সার উদ্ধার করা হয়েছে।
এ সময় ডিলারের কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি না করার মুচলেকাও নেওয়া হয়।