সুবর্ণ নিউজ ডেস্ক
সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে ড. মোহাম্মদ আবু ইউছুফ-কে নিয়োগ দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
ড. মোহাম্মদ আবু ইউছুফ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি অর্থনৈতিক উন্নয়ন, পরিকল্পনা, দারিদ্র্য হ্রাস, বাজেট ব্যবস্থাপনা এবং নীতি প্রণয়ন-এ বিশেষ অবদান রেখেছেন।
ড. ইউছুফ আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচি ও টেকসই উন্নয়নে তার অভিজ্ঞতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
অন্যদের বদলি
একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান রেহেনা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাইল ছবি