রূপসা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের মেরিন অফিসার মোঃ রাসেল শেখ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব প্রামানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর, ইউআরসি ইনস্ট্রাক্টর কাজী এহতেশামুল হক, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াস হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, সাংবাদিক ফ. ম. আইয়ুব আলী, গোলাম হোসেন ডালিম, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, আইরিন পারভিন, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, মৎস্য চাষি সুজন কুমার বসু, শিহাব সরদার, কামরুল মোড়ল প্রমুখ।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।