ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক
আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম-কে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং বর্তমান সভাপতি এস এম ফরহাদ-কে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রার্থী করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে সংগঠনের কয়েকজন নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন তারা।
সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং মাস্টারদা সূর্য সেন হলে অবস্থান করতেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরে।
অন্যদিকে ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক। তিনি জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতিও।
ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের প্রার্থীরা সকাল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন। এদিন ছাত্রদলও তাদের প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনে ইতোমধ্যেই ১৭০টির বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা।
📌 ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট জানতে সঙ্গে থাকুন সুবর্ণ নিউজে।