মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনের মূল লক্ষ্য হলো দেশি মাছ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন এবং জলাশয় পুনঃখনন করা।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তন্ময় কুমার দাসের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, ওসি তদন্ত মো: সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো: জালাল উদ্দিন খান,উপজেলা মৎস্যজিবি দলের সভাপতি মো: কবির তালুকদার ,উপজেলা ছাত্রদল সভাপতি মো: হেলাল চৌকিদার,সদস্য সচিব মো: ইমরান খান। জামায়াতে ইসলাম নেতা . মো: বাচ্ছু ইসলামী আন্দোলন নেতা মাওলানা মো: কামরুজ্জামান প্রমুখ।