রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামে গত ১৫ আগস্ট বাদ আসর একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মসজিদটি নির্মাণ হলে এলাকায় বসবাসরত শতাধিক পরিবার এবং নতুন গড়ে ওঠা প্রায় ৫০টি মুসলিম পরিবারের ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে এলাকাবাসীকে নামাজ আদায়ের জন্য দূরবর্তী মসজিদে যেতে হয় এবং ছোট ছেলে-মেয়েদের জন্য মক্তব শিক্ষারও কোনো ব্যবস্থা নেই। নতুন মসজিদটি চালু হলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, মক্তব শিক্ষা, বয়স্কদের কোরআন তালিমসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মসজিদ এলাকার বাসিন্দা হাফেজ কাজী হেদায়েতুল্লাহ বলেন,
"এখানে একটি মসজিদ নির্মাণ খুবই প্রয়োজন। তবে অধিকাংশ পরিবার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত হওয়ায় নির্মাণ কাজ সম্পন্ন করা অনেক কষ্টকর।"
মসজিদ নির্মাণ কমিটির মোতাওয়াল্লী আনিসুর রহমান জানান,
"মসজিদটির নাম প্রস্তাবনার পর্যায়ে রয়েছে, যাচাই-বাছাই শেষে সাইনবোর্ডে উল্লেখ করা হবে। আপাতত ৪ শতক জমির ওপর আমাদের সাধ্য অনুযায়ী কাজ শুরু করা হচ্ছে। তবে আল্লাহর ঘর নির্মাণে আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।"
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ নির্মাণ কমিটির মোতাওয়াল্লী মাস্টার আনিসুর রহমান, হাফেজ কাজী হেদায়েতুল্লাহ, হাসান শেখ, রফিক শেখ, মিঠু আনসারী, সমাজসেবক আকরাম হোসেন, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম হাওলাদার, সাংবাদিক আখতার খান, আহমদ আলী, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শুকুর গাজী, আতিকুজ্জামান খান প্রমুখ।