রূপসা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবনী আলোচনা ও দোয়া মোনাজাত ১৫ আগস্ট শুক্রবার সকল ৯ টায় উপজেলার পাচানি দবির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর কর্মজীবনীর উপরে আলোচনা ও দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার রেজাউল কবির খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির,
উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম।
টিএসবি ইউনিয়ন আমির প্রফেসর আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা গোলাম রসুলের পরিচালনায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, ইউনিয়ন বাইতুলমান সম্পাদক আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, পেশাজীবী বিভাগের সভাপতি মনিরুজ্জামান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি আবুল বাসার গাজী, যুব বিভাগের সভাপতি সাফিয়ার রহমান।
এছাড়া বিশেষ এ দোয়া অনুষ্ঠানে সংগঠনের ওয়ার্ড ইউনিটসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলগান উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে অত্রমাদ্রাসার ছাত্রসহ সকলের মাঝে তাবারক বিতরণ করা।