নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় অভাব-অনটনের তাড়নায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক সংকটের জেরে মিনারুল নামের এক যুবক নিজের ছেলে, মেয়ে ও স্ত্রীকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন—ছেলে মাহিম (১৩) মেয়ে মিথিলা (১৮ মাস) স্ত্রী হাসিনা বেগম
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন মিনারুল। ধারণা করা হচ্ছে, অভাবের চাপে হতাশ হয়ে তিনি এই চরম পদক্ষেপ নেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পবা থানা পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যা ও আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।