✍️ এস এম সাইমন রাসেল
আমার জীবনের ভাবনায় মাঝে মাঝে মনে হয়!
আমাদের জীবন যে কতো বড় সৌভাগ্য ছিল।
পাথরঘাটা উপজেলার মাটিতে মনির সাহেবের,
মতন একজন মহান মানুষের জন্ম হয়েছিল।
আপনি এক গর্বিত মায়ের সুযোগ্য সন্তান ।
জনাব আলহাজ্ব নুরুল ইসলাম ভাইজান!
ভালোবাসার জন্য আরেক নাম নয়নের মনি।
আপনাকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি।
আপনি বরগুনা জেলার,পাথরঘাটা উপজেলার
অসহায় গরীব দুঃখী মানুষের জীবনের বন্ধু।
আপনার নেই কোন জীবনে নিজ স্বার্থ!
আছে শুধুই এই সমাজের জন্য মানবতা।
আপনি এক গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তান।
আপনার মা বাবার জন্য গৌরব !
আপনার সু-কর্মের জন্য ফুটে উঠে,
আমাদের বরগুনা জেলার সৌরভ।
আপনি একনিষ্ঠা সৎ মনে জীবনে
চালিয়ে যাচ্ছেন সমাজের নেত্রিত।
এই দেশ ও জাতির কল্যাণের জন্য
আপনি দিয়েচ্ছেন এক মহৎ পরিচয়।
আপনার জনক জননী নাম রেখেছেন!
ভালোবেসে নয়নের মনি আমরা জানি।
জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মনি সাহেব।
আপনার প্রীতিতে আপনিই জনগণের প্রিয়জন।
আমাদের দক্ষিণ বাংলার আপনি শ্রেষ্ঠ অহংকার।
জীবনে আপনার মনের আশা গুলি পূরণ হোক!
সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠুক,
এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রত্যাশা করি।