রূপসা প্রতিনিধি: রূপসা থানা পুলিশ তৎপর অভিযান চালিয়ে সোহাগ হাসান শেখ @ আবির (৩৪) নামে এক যুবককে পিস্তলের তাজা কার্তুজ ও নগদ অর্থসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকেলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ইলাইপুর এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মোঃ রেজাউল শেখ এর চায়ের দোকানের সামনে কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সোহাগ পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছেন, তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি রয়েছে। এই সময় পুলিশ তার কাছ থেকে একটি রেজিস্টারবিহীন মোটরসাইকেল, মাদকদ্রব্য এবং নগদ ১৭,১১০ টাকা উদ্ধার করে। এছাড়া, মোটরসাইকেলের সিটের নিচে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২টি ৭.৬৫ মিমি পিস্তলের তাজা কার্তুজ তার কাছ থেকে বের করা হয়।
পুলিশ জানায়, সোহাগ রূপসা থানা এলাকায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে অবৈধ অর্থ উপার্জন করতেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”