নিজস্ব প্রতিবেদক
বরগুনা প্রেস ক্লাবে সম্প্রতি একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বরগুনার সনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির মাননীয় সভাপতি ড. মোঃ রেজাউল কবির।
ড. রেজাউল কবির সাক্ষাৎকালে স্থানীয় সাংবাদিক ও সমাজসেবীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর সেবা প্রদানের জন্য স্থানীয় কমিউনিটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য সমাজের সব স্তরে তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।”
সাক্ষাৎটি দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়।