স্টাফ রিপোর্টার
জামালপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদ বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রোপা আমন, বীজতলা, পাট ও মৌসুমী ফসল।
এদিকে লালমনিরহাটের ৪ উপজেলায় ৯ ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে কৃষি ফসল, গবাদিপশু ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।