ঢাকা প্রতিনিধি -সুমন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, “বর্তমান সময়ে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, কিন্তু আমার বিশ্বাস—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।”
তিনি বলেন, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে গত বছরের আন্দোলনে নিহতদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে। “যারা সংস্কারের জন্য জীবন দিয়েছে, যদি পরিবর্তন ছাড়া নির্বাচন হয়, তাহলে সেই রক্তের মূল্য দিতে হবে,” যোগ করেন তিনি।
গত বছরের জুলাই-আগস্টে আহত ও নিহতদের পরিবারের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “অনেক শিশু আছে যারা এখনো মায়ের দুধ পান করছে, অথচ তাদের বাবা শহীদ হয়েছেন। তাদের চোখের ভাষা শুধু অশ্রুতে ভরা।”
সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একই রাজনৈতিক সংস্কৃতি, একই ফ্যাসিবাদী সংবিধান ও একই কাঠামোর অধীনে নির্বাচনের কোনো অর্থ নেই। “তাহলে এত মানুষের প্রাণহানির প্রয়োজনই বা ছিল কেন?”—প্রশ্ন রাখেন তিনি।