রংপুর প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্পষ্ট করে জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের কারও বিরুদ্ধে যদি প্রমাণসহ অভিযোগ ওঠে, তাহলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১২ আগস্ট) রংপুর নগরীর আলমনগরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে সচেতন ও অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি, দুদকের বিভিন্ন ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দুদক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।