মুস্তাফিজুর রহমান লিটন- বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল আত্মকর্মী ও সংগঠকদের মধ্যে ব্যাগ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। শপথ বাক্যে দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিসুর রহমান, সমবায় কর্মকর্তা আজাদুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্রসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানমূলক ঋণ এবং সেবামূলক কাজে তাদের সম্পৃক্ত করা জরুরি।
অনুষ্ঠানে সহযোগিতা করে মধ্য টেপুরা জনতা ক্লাব, শহীদ দুলাল স্মৃতি সংসদ, আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন, উদয়ন যুব সংঘ ও পাঠাগারসহ বিভিন্ন সংগঠন।