ঢাকা প্রতিনিধি -সুমন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন রোধে ফিরিয়ে আনা হচ্ছে ‘না’ ভোটের বিধান।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।
নতুন বিধানে কোনো আসনে একজন প্রার্থী থাকলে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার পরিবর্তে সেখানে ‘না’ ভোট গ্রহণ করা হবে। এছাড়া, সমান ভোট পেলে লটারির বদলে পুনঃভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অনিয়ম প্রমাণিত হলে একটি কেন্দ্র, কয়েকটি কেন্দ্র, এমনকি পুরো আসনের ফলাফলও বাতিল করা যাবে। প্রার্থীর হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচনের পর পাঁচ বছরের মধ্যে কমিশন ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে সদস্যপদ বাতিল করা যাবে।