সুবর্ণ নিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। এ সফরে মূল গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু। পাশাপাশি প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সফরের প্রথম দিন মালয়েশিয়া সরকার প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানাবে।
আগামীকাল মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পর প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হবে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের নতুন নিয়োগ, প্রবাসী শ্রমিকদের কল্যাণ, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে কথা হবে।
প্রেস সচিবের মতে, এ সফরের মাধ্যমে ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি আরও বলেন, “অভিবাসন ও বিনিয়োগ—এই দুই বিষয়ই এবার আলোচনার কেন্দ্রবিন্দু। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ।
ফাইল ছবি