খুলনা প্রতিনিধি
খুলনায় আদালত এলাকায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মানিক হাওলাদার (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার সেকেন্ড অফিসার নান্নু মন্ডল।
পুলিশ জানায়, দুপুরে চীফ মেট্রোপলিটন আদালত এলাকার সামনে ৪-৫ জন মুখোশ পরা সন্ত্রাসী মোটরসাইকেলে এসে অবস্থান নেয়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে মানিক হাওলাদারকে আটক করে। এসময় তার কাছ থেকে তিনটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সময় অন্যান্য সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।