লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের উত্তর সাপটানা মদনের চক এলাকায় এক বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে ছেলে ও তার পরিবার জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। নিহত মুন্সের আলীর ছেলে আছিমুদ্দিন (৮০) ও তার স্ত্রী খোদেজা খাতুন (৬০) তাদের ছেলে খবির উদ্দিন, ছেলের স্ত্রী শাহিনা বেগম এবং নাতি মো. শাহিন আলমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, জমি-জমা লিখে নিয়ে ছেলের পরিবার ভরণপোষণ বন্ধ করে দেয় এবং একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তারা তাদের মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বৃদ্ধ আছিমুদ্দিন বলেন, “আমি আমার জমিজমা ফিরে চাই, এ বয়সে এমন পরিস্থিতি আমি কল্পনাও করিনি।”
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মাদ নূরনবী জানান, অভিযোগ পেয়ে ছেলেমেয়েদের ডাকা হয়েছে, কিন্তু তারা থানা হাজির হয়নি। তাই আইন অনুযায়ী মামলা করা হয়েছে।