রূপসা প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার প্রসার ও উন্নয়ন অপরিহার্য।
তিনি বলেন, “স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ ও গতি বাড়ায়। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক সুস্থতাই দেয় না, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণও বিকশিত করে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও নৈহাটী সান স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।