নিজস্ব প্রতিবেদক
খুলনা, ৯ আগস্ট ২০২৫ — খুলনার রূপসা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সাকিব শেখ (২২) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাকিব খুলনার রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহিম নগর গ্রামের আ. সালাম শেখের ছেলে।
রূপসা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাকিব শেখ মাদক ও সন্ত্রাসী সিন্ডিকেট ‘সহ তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ ২০টির বেশি মামলা রয়েছে।
রূপসা থানার কর্মকর্তা জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।