ফেনী প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মিন্টু বলেন, আমাদের নেত্রী এখন সুস্থ আছেন। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ফেনীতে কোন চিন্তা নেই। নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সকলেই জানে। নির্বাচন সুষ্ঠ হলে এখানে বিএনপি জয়লাভ করবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আমরা আশা করি আমাদের দলের নেত্রীও ফেনী থেকে নির্বাচনে অংশ নেবেন এবং তিনি বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। মূলত ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশে কোন নির্বাচিত সরকার ছিল না। একটা দেশে যদি দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তাহলে কোনো ভাবে মানুষের অর্থনৈতিক বা মানুষের জীবন মানের উন্নয়ন হবে না। নির্বাচিত সরকার জনগনের নিকট দায়বদ্ধ থাকে। সংগ্রাম, অত্যাচার নির্যাতন সহ্য করে তারা ক্ষমতায় আসে। সরকার যদি জনগনের নিকট দায়বদ্ধ না থাকে। তারা তো কোনদিন ভালো কাজ করবে না। এজন্যই আমরা চাই নির্বাচন দ্রুত হোক।
ফাইল ছবি