মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গভীর রাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহার মালামাল বহনকারী একটি লোভেট ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সংঘবদ্ধ চক্রের একজন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ছুরিকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ওই ব্যক্তির নাম ইমরান হোসেন সাগর (৩৮)। তিনি বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা রোডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। আমতলীতে বিয়ে করার সুবাদে বসবাস শুরু করেন।
আমতলী থানা পুলিশ সুত্রে জানা যায়, কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুরাতন লোহার অ্যাঙ্গেল বহনকারী একটি লোভেট ট্রাক ছুরিকাটা এলাকায় পৌঁছালে প্রায় ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাকটি থামিয়ে চালকের মোবাইল ফোন কেড়ে নেয় এবং মালিকের কাছে ফোন করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ খবর পেয়ে আমতলী থানা টহল পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে ঘটনাস্থল ধরে ফেলে ।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ট্রাকচালকের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার সাগর তার সাথে থাকা অন্যান্যদের নাম জানিয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি দেওয়ান জগলুল হাসান।