খান মোঃ শফিকুল ইসলাম
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অতন্দ্র প্রহরী উত্তল সাগরের ঢেউয়ের মাঝে দারবিহীন জাহাজের বিপ্লবী নাবিক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান ড. রেজাউল কবির।আপনার প্রজ্ঞাময় নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জনবল আজ নতুন আশার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আল্লাহর ইচ্ছায় আপনি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জন্য এক আশীর্বাদস্বরূপ।আপনার প্রজ্ঞা ও নিষ্ঠার কারণেই আইন প্রণয়ন, ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড , অফিসের পরিছন্নতা কর্মীর সম্মানজনক সম্মানী বৃদ্ধি এবং বিধি-প্রবিধি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি বাস্তবায়িত হয়েছে।এসব অর্জনের একমাএ বিকল্প নাবিক আপনি নিজেই আর কেউ নয়।
সেবা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী সকলেরই দৃঢ় বিশ্বাস জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনবল
অনুমোদন এবং জিও জারির মাধ্যমে চাকুরী স্থায়ীকরণও আপনার একান্ত উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বেই সম্ভব হবে। তাই বিনীত অনুরোধ, পদ সৃজন এবং জিও জারির মাধ্যমে সেবা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীর চাকুরী স্থায়ীকরণের বিষয়টি চূড়ান্ত করতে আপনার বলিষ্ঠ ভূমিকা বলে দেয় আপনার বিকল্প কেউ নেই। সেবা কেন্দ্রের পরিচ্ছন্ন কর্মীদের জন্য বেতন বৃদ্ধির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এতে তাদের হৃদয়ের অম্লিন হয়ে থাকবেন। সেবা কেন্দ্রের প্রচ্ছন্ন কর্মীদের দাবি তাদের বেতন নিজস্ব একাউন্টের মাধ্যমে প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ হবে আপনার মাধ্যমে। পরিচ্ছন্ন কর্মী তানজিলা বলেন আমরা আপনাকে অত্যন্ত ভালবাসি এবং দোয়া করি আল্লাহ যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে চির কল্যাণ দান করেন।