রুপসা প্রতিনিধি: রূপসায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৫০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ সহ ১জনকে আটক করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি ইলাইপুর এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে বাবু মোল্লা।
এই ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে তিন মাস কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, বুধবার ২৩ জুলাই আনুমানিক ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ইলাইপুর মাকামের মোড় এলাকা থেকে বাগদা চিংড়ি বোঝাইকৃত একটি ট্রাককে আটক করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মাছের ভিতরে জেলি পুশ দেখতে পাই ।
ব্যবসার নামে অপদ্রব্য পুশ করার দায়ে বাবু মোল্লাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।