সুবর্ণ নিউজ
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।
শুক্রবার ১৮ জুলাই বিকেলে এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের মধ্যে তিন বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই মিশন স্থাপনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর বাংলাদেশ মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নীতিগত সহায়তার ক্ষেত্র আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।