সুবর্ণ নিউজ ডেক্স
বেইমানরা কখনোই সুখী হতে পারে না, কারণ তারা নিজের প্রতারণার ভারেই ক্লান্ত থাকে। একদিন না একদিন, তাদের মুখোশ খুলে যায়।
বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা কখনোই সহজে ভোলার নয়। জীবন চলার পথে আমরা অনেক মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি, কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা মুখে মিষ্টি কথা বললেও পেছনে ছুরি চালাতে দ্বিধা করে না। এদেরই বলা হয় বেইমান বা বিশ্বাসঘাতক।
কিছু কিছু প্রশাসনিক সিদ্ধান্ত সময়ের সাথে তাল মিলিয়ে না নিলে চলার পথে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যারা মাঠপ্রশাসন পরিচালনা না করছে তাদের দ্বারা কোন সংগঠনের জন্য ভাল কিছু আসা করা কঠিন। ছাগল দিয়ে জমি চাষের আশা করারমত। এক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ সহযোগীদেরও ধীরগতিতে বা বুঝে শুনে পা ফেলা বা কাজ করা ভাল না হয় ভুল বেশি হবে যা শামাল দেয়া দূরহ হয়ে যাবে মাঝে মধ্যে। সময় আর স্রোত বড় মুল্যবান বুঝে তাল না দিলে চরম হোচট খাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। উপদেশ দাতা বা পরামর্শদানকারী কোন ব্যক্তির ভুল পরামর্শর ভার সকলে নিবে না। যার যার ব্যক্তিগত দায় তাকেই নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়ে ছোট করে দেখলে পরিনতি কখনো সুখকর নয়। কেউ বুঝাতে পারে কিন্তু বুঝার দায়িত্ব নিজের। হতাশা নয় আধার কেটে যাবে ইনশাআল্লাহ। সেদিন সব বুঝতে পারবে। তবে হাতে সময় থাকবে না সংশোধনের।
জে পি ইউ এফ এর কিছু কিছু সহকর্মী তাদের ব্যক্তি স্বার্থকে রক্ষার্থে সমগ্র সেবা কেন্দ্রর জনবলের ভাগ্য নিয়ে চলছে ছিনিমিনি খেলা। তবে এই খেলা বেশিদিন খেলতে দেওয়া হবে না। নাম প্রকাশক না করার স্বার্থে সেবা কেন্দ্রে কিছু জনবল উদ্দত্য ভাষা ব্যবহার করে বলেছেন। আমরা দেখব না কে উর্দ্ধতন কর্মকর্তা যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে জুতা পিটা করে ছাড়বো, সাবধান হয়ে যান ওই সকল কর্মকর্তা। এখন ও সময় আছে। সময় চলে গেলে ছাড় দেওয়া হবে না। সেবা কেন্দ্রের
সকল সহকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানান। এক দুজনের টানাটানি সকলের দুঃখ বাড়াবে মাত্র পরিত্রাণ দিবে না বরং অস্তিত্ব সংকটে ফেলে। আগে অস্তিত্ব। ভাল চিন্তা আল্লাহ মেধাকে বাড়িয়ে দেয়। কাজে উতসাহ দেয়। সুমিষ্ট ফল দেয়। শ্রম অধ্যাবসায় ভাবি জীবনের স্বপ্ন দেখায়।