নিজস্ব প্রতিবেদক:তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ছাগলাদাহ বাজারে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে এক সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় ২১ সদস্যের তিন বছর মেয়াদি এই কমিটি।
সাবেক সভাপতি রোকন উদ্দিন সকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনার পর সর্বসম্মতিক্রমে মাসুম কাজীকে সভাপতি ও হাফিজুর রহমান দিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে ডা. মিরাজুল ইসলাম সহ-সভাপতি, আলমগীর শিকদার ও কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মুন্দির সাংগঠনিক সম্পাদক এবং কবির কাজীকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কেরামত মোল্লা ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আরিফ মোল্লা, নাসিম গাজী, এজাজ আহমেদ, বোরহানউদ্দিন, রসুল ফকির, মিরাজ মীর, খালিদ শিকদার, আকবর আলী মীর, পান্না কাজী, ইব্রাহিম শেখ, দুলু মোল্লা ও আজিজার রহমান।
সভায় বক্তারা বলেন, বাজারের শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা সকলের।
নবনির্বাচিত কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়রা। সেই সঙ্গে আগামীর পথচলায় সবার পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।