1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

সুবর্ণ নিউজ ঢাকা প্রতিনিধি
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা।

অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে।

কীভাবে কার্যকর হবে নতুন মহার্ঘ ভাতা?
বর্তমানে সরকারি কর্মীরা প্রতি বছর পাচ্ছেন ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট। এর পাশাপাশি ২০২৩ সালের জুলাই থেকে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনাও এখন পর্যন্ত বহাল আছে। তবে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর ওই বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে।অর্থাৎ, আগামী জুলাই থেকে একজন সরকারি কর্মকর্তা ৫ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ৭ হাজার কোটি টাকা।

২০২৩ সালের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে চালু হওয়া বিশেষ প্রণোদনা থাকলেও তা স্থায়ী হয়নি। নির্বাচনের পরে, বাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে। গত ডিসেম্বরেই গঠন করা হয় একটি বিশেষ কমিটি, যার সুপারিশে দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের জন্য ১০ থেকে ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতার প্রস্তাব আসে।

জনপ্রশাসন সচিব এ বছর জানুয়ারি থেকেই এ সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছানো হয়। অর্থনৈতিক উপদেষ্টাদের কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন, ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয়।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত বেতন-ভাতা খাতে প্রতিবছর ৬ থেকে ৮ শতাংশ হারে ব্যয় বাড়ে। সে হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতের বরাদ্দ গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৮৯ হাজার ৫০০ কোটি টাকায়। তবে মহার্ঘ ভাতা যোগ হলে এ ব্যয় পৌঁছাতে পারে ৯৬ হাজার কোটি টাকার কাছাকাছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews