প্রেস বিজ্ঞপ্তি
খুলনা জেলা বি এন পির দলীয় কার্যালয়ে ১৩ মে ২০২৫ সকাল ১১টায় এক জরুরী সভা সংগঠনের আহবায়ক জননেতা মনিরুজ্জামান মন্টর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ মোমরেজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে-খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, শামীম কবীর, গাজী তফসির আহম্মেদ, জি.এম কামরুজামান টুকু, অধ্যাপক মনিরুল হক যাবুল ও বাবু অসিত কুমার সাহা।
জরুরী সভায়- দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএন পির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। একই সাথে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোজাফফার হোসেনকে সাময়ীক বহিস্কার করা হয়। দুজন বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়।
চাননা পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ুক আইউব আলী কাজী সংগঠন পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা কেন গ্রহন করা হবেনা এ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বার্তা প্রেরক
জিএম, কামরুজ্জামান টুকু, যুগ্ম আহবায়ক (দাপ্তরিক দায়ীত্বে)জেলা বিএনপি