সুবর্ণ নিউজ -ঢাকা প্রতিনিধি
জামায়াতে ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমে দেয়া তথ্য মতে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা পারিবারিক সিদ্ধান্তক্রমে আজ রোববার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আইনাঙ্গনের একজন উজ্জল নক্ষত্র ব্যারিষ্টার আবদুর রাজ্জাক। যিনি বৃটেনে কোর্ট অব আপিলে প্র্যাকটিস করতেন।১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।
ফাইল ছবি