রূপসা প্রতিনিধি
রূপসায় গাছে উঠে কাজ করার সময় আরিফুল ইসলাম (২৮)নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। সোমবার বিকালে আইচগাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত যুবক নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ।
পরিবার সূত্রে জানা গেছে , সোমবার বিকাল সাড়ে ৪টার সময় সরকারি বঙ্গবন্ধু কলেজ পাশে ওয়াজ মাহফিল উপলক্ষে প্যান্ডেল তৈরি করার চলছিল । মাইক বাধার জন্য একটি গাছে আরিফুল উঠে।
এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে গাছ থেকে নামার আগেই গাছের উপর বজ্রপাত পড়ে যুবকের শরীরে ঝলসে গিয়ে মাটিতে পড়ে যায়।
এ ঘটনা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রতীক ছবি