গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম
গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেপার বিক্রেতা ও অটোবাইক চালককে নিহত করে অটো ছিনতাই এর ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের ডি বি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে নিহত অটোচালক আনিস মিয়া ঠান্ডার স্বজন এলাকাবাসী ও অটোচালকদের আয়োজনে এই মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ঠান্ডার ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রানত্ম, শ্রমিক নেতা রেজাউন নবী রাজু, আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, সংসার চালানোর দাবিতে দিনের প্রথম অংশে সংবাদ পত্র বিক্রির পরে অটোরিক্সা চালাতেন এই আনিস। সেখানেও বাধ সাজে ছিনতাইকারিরা।
চাঞ্চল্যকর এই হত্যা ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে ধরতে পারেনি প্রশাসন, ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ১ নং ট্রাফিক মোড় এলাকায় ঘন্টাব্যাপি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের পিতা মৃত হামিদ মিয়ার ছেলে এবং একজন পত্রিকা বিক্রেতা ছিলেন।