রূপসা প্রতিনিধি : রূপসা ঘাট টোলমুক্ত করার দাবিতে দুই হাজার ২৫০ জন সাক্ষরিত স্মারকলিপি রূপসা উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময়উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক মোঃ বেনজির হোসেন, ছাত্রদের পক্ষে হাসান মর্জা, ফাহাদ গাজী, নাঈম রেজা, সোহান। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাই শেখ হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, নিলয় দত্ত, শেখ হাফিজুর রহমান রাব্বি প্রমুখ।