রূপসা প্রতিনিধি: উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাদশা জমাদ্দারের মাতা ও রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের বড় খালা লাইলী বেগম (৮৫) বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ—রাজেউন)। তার জানাজা নামাজ আজ সোমবার সকাল ১০ টায় স্বল্প বাহিরদিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন তার বোনের ছেলে হাফেজ মাওলানা শাহনেওয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বাসির আহম্মেদ মোল্লা, রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদ,রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, বিএনপি নেতা সৈয়দ নেয়ামত আলী, জেলা শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সরদার কামরুজ্জামান তপন, সাখাওয়াত হোসেন টিপু, জাহিদুল ইসলাম রবি, যুবদল নেতা মুন্না সরদার, সৈয়দ কামরুজ্জামান নান্টু,খান ওলিয়ার রহমান, খান আলিম হাসান, মাইনুল হাসান,তরিকুল ইসলাম রিপন,টিপু খন্দকার, হাবিবুর রহমান,মনিরুল ইসলাম,সিদ্দীকুর রহমান, নাইম,হাকিম মেম্বার, ইসরাইল হোসেন,জহিরুল হক সারাত, বাবলু মোল্লা,জামায়াত নেতা হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা গোলাম রসুল,আব্দুল মান্নান,আবুল বাশার, মাওলানা আব্দুল গফ্ফার,হাফেজ হারুন-অর- রশিদ,হাফেজ বেলাল,আফজাল হোসেন,মুন্সি মনিরুজ্জামান, তামিম বাদশা, রফিকুল ইসলাম, এরশাদ
প্রমূখ।
এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়ীতে ছুটে আসেন
খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, এডভোকেট তাফসিরুজ্জামান, টি এস বি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, বিএনপি নেতা আজিজুর রহমান। রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাদশা জমাদ্দারের মাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।