নিজস্ব প্রতিবেদক
জমা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির গেটের সামনে ট্রাক ভর্তি বালু ফেলে চলাচল সম্পূর্ণরুপে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ একটি গ্রুপ। যার কারণে প্রায় ২০টি পরিবারের বাড়ি থেকে বের হওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া বাজার এলাকায়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী মোঃ লিটন মোড়ল বাদী হয়ে প্রতিকারের আশায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়,ফকিরহাট উপজেলাধীন টাউন নওয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আঃ হামিদ মোড়লের পুত্র লিটন মোড়ল এবং বাবলু কুমার শীলদের সাথে একই এলাকার বাসিন্দা আমির খান ও আমান খান দুই ভায়ের সাথে দীর্ঘদিন ধরে জমা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে তারা বিভিন্ন সময় নানা রকম হুকমি-ধামকি দিয়ে আসছিল। যার ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল সকালে বাদী পক্ষ বাড়ীতে না থাকার সুযোগে আমির খান গংরা বসত বাড়ির গেটের সামনে ট্রাক ভর্তি বালু ফেলে যায়। এ সময় বাড়ীর মহিলা সদস্যরা বালু ফেলার কারন জানতে চাইলে তাদেরকে হুমকি-ধামকি প্রদান করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বাদী পক্ষ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও মারতে উদ্যত হয়। এ সময় তারা সম্পত্তি জোর করে জবর দখল করে নেওয়ার কথা জানিয়ে যায়। যার কারনে ভুক্তভোগী মোঃ লিটন মোড়ল বাদী হয়ে প্রতিকারের আশায় ফকিরহাট মডেল থানায় ইজহার নামীয় ২ জনসহ অজ্ঞতনামা ১২/১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে। উভয় পক্ষকে ডেকে কাগজপত্র দেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।