1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ধান ক্ষেতো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ কাদের মুন্সী (৬৫) নাম এক কৃষকের মত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক কাদের মুন্সী আমখোলা গ্রামের মোহাম্মাদ মিয়ার ছেলে।
স্হানীয় সূত্রো জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামো বোরো ধান চাষ করেন একই গ্রামোর সিদ্দিক ও নাসির মিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পুতে রাখেন। এরপাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদের মুন্সী। তিনি বিকাল চারটার দিকে তার ধান ক্ষেতে দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন খোজাঁ খুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা রাত ৮টার দিকে ধান খেতো পাতা বৈদ্যুতিক ফাঁদের পাশে তাঁর নিথরদেহ পরে থাকতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই তার মত্যু হয়েছে।
নিহতের ছেলে তরিকুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা বিকালে ধান ক্ষেত দখতে যান। পরে সন্ধ্যায় বাড়িত না ফেরায় খোঁজাখুঁজিকরি। এক পর্যায়ে প্রতিবেশী সিদ্দিক ও নাসির মিয়ার ক্ষেতে ইঁদুর মারা পাতা ফাদেঁর বৈদ্যুতিক তার জড়িয়ে মরা অবস্হায় দেখতে পাই। আমি এঘটনার বিচার চাই।

তালতলী উপজলা স্বাস্হ্য কমপ্লোক্সের মোডিকেল অফিসার ডা. আইরিন আলম বলেেন, কৃষক কাদের মুন্সীকে হাসপাতাল আনার অনেক আগেই মারা গেছে। তার শরীরে বিদ্যুতে পোরা দাগ রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মা. শাহজালাল বলন,‘নিহত কৃষক কাদের মুন্সীর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জোনারেল হাসপাতালের মর্গে পাঠানল হয়েছে। এবিষয়ে অভিযাগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews