রূপসা (খুলনা) প্রতিনিধি:
রূপসায় ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে উত্তাক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে আহত হয়েছে নৌকা মাঝি সমিতির সভাপতি আব্দুল হালিম শেখ (৫০) ও তার ছেলে হাসান শেখ (২৮)।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭টায় রামনগরস্থ যমুনা বরফ কলের পাশে।
থানায় অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকন মাঝির ছেলে রাব্বি ( ২৩) একই এলাকার হাসান শেখের মেয়ে স্কুল ছাত্রীকে উত্তাক্ত করে আসছে। গত ৯ রমজান রহমত নগর স্কুলের কাছে ওই কিশোরী প্রাইভেট পড়ে আসার সময় বখাটে রাব্বি তার হাত ধরে টানাটানি করে। একথা স্কুল ছাত্রী তার পিতাকে জানালে তার পিতা এ ঘটনার প্রতিবাদ করলে রাব্বি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এই ঘটনার জেরে ১৪মার্চ সন্ধ্যায় বহিরাগত কিছু যুবক কে নিয়ে রাব্বি স্কুল ছাত্রীর দাদা পূর্ব রুপসা ঘাট মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি হালিম শেখ ও তার পুত্র হাসান শেখ কে মারধর করে এবং জামির হাওলাদার এর ঘর ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ৫জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে হালিম শেখ।